সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২০:৩৮

জেলা প্রশাসনের আয়োজনে জন্মাষ্টমীর আলোচনা সভা

প্রসাদ বিতরণ ও পূজার মধ্যে না রেখে ধর্মের বাণী কী ছিল নতুন প্রজন্মের সামনে সেটা আলোচনা করতে হবে ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রসাদ বিতরণ ও পূজার মধ্যে না রেখে ধর্মের বাণী কী ছিল নতুন প্রজন্মের সামনে সেটা আলোচনা করতে হবে ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

সনাতন ধর্মাবলম্বীদের পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জন্মাষ্টমীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাতে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আজ জন্মাষ্টমীর র‌্যালিতে অনেক তরুণ ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। কিন্তু আলোচনা সভায় তাদের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আসলে আমরা ধর্ম পালনের মধ্যে চলে গেছি, কিন্তু চর্চা কম করছি। আপনাদের সনাতন ধর্মের ছেলেমেয়েদের মধ্যে ধর্মীয় চর্চা কম।

তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বী আপনারা যারা লেখাপড়ায় ভালো, আপার লেভেলে আছেন, তাঁদেরকে ধর্মীয় চর্চায় আরো বেশি সম্পৃক্ত করতে হবে। তবেই সনাতন ধর্মের যে বাণী ও নীতিগুলো আছে, অন্যের কাছে প্রচার পাবে। সেই কাজটা আপনাদের করতে হবে। এ ব্যাপারে ঠাকুর, ব্রাহ্মণ সমাজের যারা রয়েছেন, মূলত তারা ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ ও পূজার মধ্যে না রেখে ধর্মের বাণী কী ছিল তা নতুন প্রজন্মের সামনে আলোচনা করতে হবে।

জেলা প্রশাসক বলেন, সমাজকে বিভিন্নভাবে ভাগ করেন, কিন্তু হিন্দু ও মুসলিম হিসেবে ভাগ না করে দেখবেন যে, দু ধর্মেই সাম্য ও শান্তির কথা বলা হয়েছে। জন্মাষ্টমীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ধর্মের লালন করবো। আমরা শ্রীকৃষ্ণের বাণী সন্তানদের মাঝে ছড়িয়ে দেবো। সন্তানকে ধর্ম পালনের চেয়ে ধর্ম চর্চায় মনােনিবেশ করাবো।

তিনি সনাতন ধর্মের সকলকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা (নন্দা) ও সাধারণ সম্পাদক রাজিব দাস।

এ সময় চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন সাহা, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়