রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০১:৩৯

চাঁদপুরে বেপরোয়া তেলবাহী ট্রাক: ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কা!

দিনে দুপুরে কেনো এই ট্রাক?

কাজী আজিজুল হাকিম নাহিন
দিনে দুপুরে কেনো এই ট্রাক?
পদ্মা অয়েলের তেলবাহী ট্রাক, ছবি : কাজী আজিজুল হাকিম নাহিন

চাঁদপুর শহরে যানজটের অবস্থা এমনিতেই খারাপ। তার ওপর পদ্মা অয়েল ডিপোর তেলবাহী ট্রাক শহরের মেইন রাস্তা দিয়ে চলাচল করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায়শই দেখা যায় এই ট্রাকগুলো শহরের প্রধান সড়ক দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করে। অথচ, এসব ট্রাকের চলাচলের বিকল্প পথ বা সময় নির্ধারণ করতে পারে কর্তৃপক্ষ।

২৮ জুলাই ২০২৫ (সোমবার) দুপুরে শপথ চত্বরে (বর্তমানে বাইতুল আমিন চত্বর) এই ট্রাকটির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সকল ট্রাকের দায়িত্বে যারা আছেন, তাদের সচেতন হওয়া জরুরি বলে মনে করেন সচেতন মহল। শহরের মধ্যে ভারী যানবাহনের এভাবে চলাচল শুধু ভোগান্তি নয়, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ায়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়