প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০
শাহমাহমুদপুরে আপন ভাইয়ের প্রতারণার মামলায় জামিন পেলো ছোটভাই মফিজ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মেজোভাই দেলোয়ার হোসেনের প্রতারণা মামলায় জামিন পেয়েছেন ছোটভাই মফিজ মিয়া।
জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের দমকেরগাঁও গ্রামের মৃত আলী আকবর মিয়ার মেজো ছেলে দেলোয়ার হোসেন তার আপন ছোটভাই মো. মফিজ মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও প্রতারণা মামলা করেন। মামলা নং সিআর ৬৭০/২৫। ভাই দেলোয়ার হোসেন নিজ হাতে জাল দলিল তৈরি করে, মিথ্যা সাক্ষী ও ভুয়া তদন্ত রিপোর্ট সংগ্রহ করে প্রতারণামূলক সিআর মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলে আসামি মফিজ মিয়া (১৪ ডিসেম্বর /২৫) সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, মামলার বাদী দেলোয়ার হোসেন আসামি মফিজ মিয়া ও অন্য সহোদর ভাইদের ওয়ারিশান সম্পত্তি অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে বলে অভিযোগ রয়েছে। মফিজ মিয়া গত ২৪ জুন ২০২৫ তারিখে চাঁদপুর সেনা ক্যাম্পে এ বিষয়ে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে দায়িত্বরত সেনা কর্মকর্তা প্রত্যেকের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে বললেও দেলোয়ার হোসেন তা না করে গত ২৬ জুন ২০২৫ খ্রি. নিজ হাতে লিখিত জাল দলিল তৈরি করে মিথ্যা বায়না সাজিয়ে ভুয়া তদন্ত ও মিথ্যা সাক্ষী তৈরি করে মফিজ মিয়ায় বিরুদ্ধে প্রতারণা মামলা করে।
দেলোয়ার হোসেন তার প্রত্যেক ভাইয়ের সাথে প্রতারণা করে সম্পত্তি আত্মসাৎ করে বাড়ি থেকে বের করে দিয়ে সকল ভাইয়ের সম্পত্তি এককভাবে ভোগদখল করে আসছে বলে অভিযোগ করা হয়। সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমল থেকে দলের প্রভাব বিস্তার করে এসব করে আসছে। এখনো সেই প্রভাব বিস্তার তার বন্ধ হচ্ছে না। বর্তমানে সে স্থানীয় কিছু প্রভাবশালীকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে বুক ফুলিয়ে অপকর্ম করে যাচ্ছে। সম্পত্তি আত্মসাৎ নিয়ে তার বিরুদ্ধে ইতঃপূর্বে দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেনের ছোটভাই মৃত মানিক প্রধানিয়ার বড়ো মেয়ে মোহছেনা (মিলি) বলেন, আমার বাবা জীবিত থাকাবস্থায় আমার জেঠা দেলোয়ার হোসেন আমার বাবার নিকট হতে ৬ শতক জায়গা লিখে নিয়ে টাকা পয়সা দেন নি। আমাদের বাড়িতে বাকি যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আমার জেঠা ভোগদখল করে আসছেন। আমাদেরকে বাড়িতে যেতে দেন না। আমরা এখন বাড়িছাড়া। আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে মো. মফিজ মিয়া বলেন, আমার মেজোভাই দেলোয়ার হোসেন আমাদের সকল ভাইয়ের সম্পত্তি প্রতারণা করে প্রভাব বিস্তার করে আত্মসাৎ করেন। আমরা বাড়িতে উঠতে পারি না। ভুয়া জাল দলিল করে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। এমনকি মামলার সঠিক তদন্ত আদালতে প্রদান না করে একটি মিথ্যা প্রতিবেদন তৈরি করে তা আদালতে প্রদান করেন। জাল দলিল, মিথ্যা মামলা, মিথ্যা তদন্ত রিপোর্টসহ আমার ও আমার অন্য ভাইদের সম্পত্তি ফিরে পাওয়াসহ বিষয়টির প্রতি দৃষ্টি দিয়ে এর ন্যায় বিচারের জন্যে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।








