শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

পুরাণবাজারে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান

ইয়াবা গাঁজা ও মাদক বিক্রির লাখ টাকাসহ আটক ২

স্টাফ রিপোর্টার।।
ইয়াবা গাঁজা ও মাদক বিক্রির লাখ টাকাসহ আটক ২
পুরাণবাজারে যৌথবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ আটক তালিকাভুক্ত দু মাদক কারবারি।

চাঁদপুর শহরের পুরাণবাজারে যৌথবাহিনীর

মাদকবিরোধী অভিযানে চিহ্নিত দু মাদক কারবারিকে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির লাখ টাকাসহ আটক করা হয়েছে। তারা তালিকাভুক্ত মাদক কারবারি।

চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুরাণবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. হৃদয় মিয়া (২৪) এবং মো. মিজানুর রহমান (৪০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়