প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬
ভ্রাম্যমাণ আদালতে কচুয়ায় দুটি বেকারীর অর্থদণ্ড

কচুয়া উপজেলার কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
|আরো খবর
অভিযানে ঢাকা বেকারী ও নিয়ামত বেকারী নামক দুটি প্রতিষ্ঠানকে অননুমোদিত ফুড কালার ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করে কচুয়া থানা পুলিশ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির জানান, অভিযানে উপজেলার দুটি প্রতিষ্ঠানে অননুমোদিত কালার ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে দুটি বেকারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








