সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

কুমিল্লায় নতুন রুট পারমিটের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কুমিল্লায় নতুন রুট পারমিটের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্নের খণ্ডচিত্র। ছবি : চাঁদপুর কণ্ঠ।

কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি আলোচিত এবং ভয়াবহ একটি দুর্ঘটনার কারণে কুমিল্লার পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ ও আশ্রাফপুর বাস টার্মিনাল পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত নতুন রুট পারমিট না দিতে নিষেধাজ্ঞা বা রুলনিশি জারি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। রিট পিটিশন মামলায় জনস্বার্থে এ রায় দেন হাইকোর্ট। দুর্ঘটনা প্রতিরোধ ও এড়াতে এবং যানজট থেকে মুক্তি পেতে হাইকোর্টে এ রিট পিটিশন করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা জনৈক সাজ্জাদুল ইসলাম নাঈম জনস্বার্থে রিট পিটিশনটি করেন। এতে সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সাজ্জাদুল ইসলাম নাঈমের আইনজীবী সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. এজেডএম মোর্শেদ আল মামুন চাঁদপুর কণ্ঠকে এ তথ্য জানান। বিচারক আইনুন নাহারের আদালত গত বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর ২০২৫) এ রায় প্রদান করে। এ নিষেধাজ্ঞার কারণে চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচলকারী আইদি পরিবহনসহ বেশ ক'টি পরিবহন ক্ষতির সম্মুখীন হবে বলে যাত্রীদের সূত্রে জানা গেছে।

হাইকোর্টের আদেশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫১৬২নং নির্দেশ অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ওই আদেশ জারি করেন। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পদুয়ারবাজার বিশ্বরোডের অপরিকল্পিত ইউটার্নে অহরহ দুর্ঘটনা ঘটছে। চলতি বছরের ২২ আগস্ট একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে নাড়া দেয়। এখানে একটি পরিকল্পিত ইউটার্ন বা ইউলুপ নির্মাণ না করে দ্রুতগতিসম্পন্ন যান চলাচল করার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি চট্টগ্রাম বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মোড়। এ ছাড়াও এ অঞ্চলের ১১টি জেলার অন্তত শতাধিক রুটে হাজারো যানবাহন এ মোড় অতিক্রম করে চলাচল করে। গোটা মহাসড়কের বেশিরভাগ দুর্ঘটনাই পদুয়ার বাজার বিশ্বরোডে হয় বলে জানা গেছে। যে কারণে দুর্ঘটনা ঘটছে, আর ঝরছে অনেক জীবন। গাড়ির চাপ আর না বাড়াতে এবং পরিকল্পিত ইউলুপ বা ইউটার্ন নির্মাণ না হওয়া পর্যন্ত এবং নগরীর আশ্রাফপুর (জাঙ্গালিয়া) বাস টার্মিনাল পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত এই রুটে নতুন কোনো যাত্রী পরিবহনের রুট পারমিট না দিতে এই রিট পিটিশনে আবেদন করা হয়। আদালত রিট পিটিশনের ওপর পর্যালোচনা করে রায়ে ওই রুলনিশি জারি করে আগামী ৩ মাস যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে কুমিল্লায় কোনো রুট পারমিট না দেয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ জারি করেন।

অ্যাটর্নি জেনারেল অ্যাড. এজেডএম মোর্শেদ আল মামুন জানান, কুমিল্লা পদুয়ার বাজারে বিশ্বরোডে ইউটার্ন বা ইউলুপ চালু না হওয়া পর্যন্ত দুর্ঘটনা প্রতিরোধ ও আশ্রাফপুর বাস টার্মিনালের পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত কুমিল্লা থেকে নতুন রুট পারমিট যাতে না দেয়া হয় তার জন্যে আবেদন করি। আদালত তিন মাসের জন্যে রুট পারমিট বন্ধ রাখতে রুলনিশি জারি করেন। যতদিন জনগণের জানমালের হুমকি থাকবে ততদিনই এমনটা চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়