প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:৫৩
সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী, কারখানার মালিককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড
শ্রীনগরে নকল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান, বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ

মুন্সিগঞ্জের শ্রীনগরে নকল কসমেটিকস উৎপাদনকারী একটি কারখানায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে।
|আরো খবর
১৭ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম খানের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সেনা সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে ১৯ বীরের সদস্যরা ও মুন্সিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালান।
অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিন (৩৫)-এর দুটি টিনশেড ভবন থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল কসমেটিকস জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ’ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ’ বোতল কিউট গ্লিসারিন, ৮শ’ পিস জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ’ পিস হোয়াইট বিউটি ক্রিম, ৭শ’ পিস লেমন ফ্রেশ স্প্রে, সাড়ে ৬শ’ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ’ পিস গৌড়ি ক্রিম, ৮শ’ পিস লতা হারবাল ক্রিম, ৪শ’ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ’ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ’ পিস নুর পাকিস্তানি ক্রিম, এলিজাবেথ ক্রিম, ১ হাজার ২শ’ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি কেমিকেল, সাড়ে ৪শ’ বোতল হেক্সিসোল, ২শ’ পিস তিব্বত পমেট ক্রিম, ২ হাজার ৮৮ পিস কাশ্মীরি মেহেদী এবং ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডম।
এ ছাড়া আরও ২৪ ধরনের ভেজাল ও অবৈধ কসমেটিকস, ড্রামে ভরা প্রায় ৭শ’ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার খালি বোতল এবং বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০–১৫ লাখ টাকা বলে প্রশাসন জানিয়েছে।
পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ইয়াসিনের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে; তিনি আব্দুল করিমের ছেলে এবং প্রায় ১৫ বছর ধরে শ্রীনগরে ভাড়া থাকেন।
জব্দকৃত সব ভেজাল কসমেটিকস পরবর্তী সময়ে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিসিকে/এমজেডএইচ