সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৬

বাংলাদেশে অনলাইন ব্যবসার ভবিষ্যৎ : সম্ভাবনা, বাস্তবতা ও উদাহরণ

তথ্য-প্রযুক্তিকণ্ঠ ডেস্ক
বাংলাদেশে অনলাইন ব্যবসার ভবিষ্যৎ : সম্ভাবনা, বাস্তবতা ও উদাহরণ

বাংলাদেশে অনলাইন ব্যবসা বা ই-কমার্স এক সময় ছিলো বিলাসিতা, এখন তা প্রয়োজন। প্রযুক্তির অগ্রগতি, স্মার্টফোনের সহজলভ্যতা এবং মোবাইল ব্যাংকিংয়ের বিস্তারের ফলে অনলাইন ব্যবসা দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এর ভবিষ্যৎ কেমন? বাস্তবতা কতোটা সহায়ক? চলুন খতিয়ে দেখা যাক।

বর্তমান অবস্থা ও প্রবৃদ্ধি

বাংলাদেশে ই-কমার্সের যাত্রা শুরু হয় ২০১১ সালে আজকেরডিল, রকমারি এবং বাগডুমের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে। বর্তমানে প্রায় ২৭০০+ ই-কমার্স প্রতিষ্ঠান এবং ৫০,০০০+ এফ-কমার্স পেজ সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের এসক্রো সার্ভিস চালু হওয়ায় অনলাইন লেনদেন আরও নিরাপদ হয়েছে। ২০২৫ সালে দেশের ই-কমার্স মার্কেট সাইজ প্রায় ১.৫ ট্রিলিয়ন টাকা ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি ও ব্যবহারকারীর প্রসার

-ইন্টারনেট ব্যবহারকারী : ১২ কোটির বেশি

-ফেসবুক ব্যবহারকারী : ১০ কোটির মতো

-মোবাইল ব্যাংকিং : বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পেমেন্ট

এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত দেয়, অনলাইন ব্যবসার জন্যে গ্রাহকভিত্তি শক্তিশালী এবং ক্রমবর্ধমান।

বাস্তব উদাহরণ

১. ঈযধষফধষ.পড়স : অনলাইন গ্রোসারি ডেলিভারির মাধ্যমে শহরবাসীর জীবন সহজ করেছে।

২. জড়শড়সধৎর.পড়স : বই বিক্রির ক্ষেত্রে অনলাইন বিপ্লব ঘটিয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে।

৩. ঝধলমড়ল.পড়স : বিউটি প্রোডাক্টের অনলাইন বিপণনে নারীদের মধ্যে আস্থা অর্জন করেছে।

৪. চরপশধনড়ড়.পড়স : ইলেকট্রনিকস পণ্য সরবরাহে নির্ভরযোগ্যতা গড়েছে।

৫. ঋধপবনড়ড়শ-নধংবফ ংঃড়ৎবং : হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন, বিশেষ করে নারী উদ্যোক্তারা।

চ্যালেঞ্জ ও বাস্তবতা

অনলাইন ব্যবসার সম্ভাবনা যতোই উজ্জ্বল হোক, কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে :

-বিশ্বাসযোগ্যতার সংকট : প্রতারণার ঘটনা গ্রাহকের আস্থা নষ্ট করে।

-ডেলিভারি সমস্যা : গ্রামাঞ্চলে লজিস্টিকস দুর্বল।

-ডিজিটাল দক্ষতার অভাব : অনেক উদ্যোক্তা প্রযুক্তি ব্যবহারে দুর্বল।

-নীতিমালার অস্পষ্টতা : সরকারের নীতিগত সহায়তা এখনও পর্যাপ্ত নয়।

-সাইবার নিরাপত্তা : তথ্য চুরি ও হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে।

ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয়

বাংলাদেশে অনলাইন ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল, যদি নিচের বিষয়গুলো নিশ্চিত করা যায় :

-ডিজিটাল অবকাঠামো উন্নয়ন : দ্রুতগতির ইন্টারনেট ও স্মার্টফোন সহজলভ্য করা

-বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা : রিভিউ, রিটার্ন পলিসি ও নিরাপদ পেমেন্ট

-প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি : উদ্যোক্তাদের জন্যে ডিজিটাল মার্কেটিং, ঝঊঙ, কাস্টমার সার্ভিসে প্রশিক্ষণ

-সরকারি সহায়তা : সহজ ঋণ, কর ছাড়, এবং নীতিমালার সরলীকরণ

-ক্রস-বর্ডার ই-কমার্স : দেশীয় পণ্য বিদেশে রপ্তানির সুযোগ বাড়ানো

গ্রামীণ অর্থনীতিতে প্রভাব

অনলাইন ব্যবসা শহরের গণ্ডি পেরিয়ে গ্রামেও পেঁৗছেছে। কৃষিভিত্তিক ই-কমার্স যেমন রঋধৎসবৎ বা কৎরংযরইধুধধৎ গ্রামীণ উদ্যোক্তাদের পণ্য শহরে পেঁৗছাতে সাহায্য করছে। এতে কর্মসংস্থান, আয় এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়ছে।

বাংলাদেশে অনলাইন ব্যবসা এখন আর ভবিষ্যতের বিষয় নয় এটি বর্তমানের বাস্তবতা। তবে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রযুক্তি, নীতিমালা, এবং উদ্যোক্তা দক্ষতার সমন্বয় প্রয়োজন। যদি সঠিক পরিকল্পনা ও সহায়তা দেওয়া হয়, তাহলে অনলাইন ব্যবসা হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের অন্যতম চালিকাশক্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়