সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০১:২৪

বিষ্ণুপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে, আতঙ্কে গ্রামবাসী।

কবির হোসেন মিজি
বিষ্ণুপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
ছবি : প্রতীকী

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে স্কুলছাত্রী, শিক্ষক, গবাদিপশু ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন।

রোববার (৩ আগস্ট ২০২৫) সকালে ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, রোববার সকালে বিষ্ণুপুর কানার দোকান এলাকার আশপাশে লাল রঙের একটি পাগলা কুকুর একাই অন্তত ১৫-২০ জনকে কামড়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে বিষ্ণুপুর প্রভাতী কিন্ডারগার্টেন ছুটির পর বিদ্যালয়ের খেলার মাঠে প্রথম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারের ওপর আচমকা একটি পাগলা কুকুর ঝাঁপিয়ে পড়ে।

তাকে রক্ষা করতে গিয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা খালেদা আক্তারও কুকুরের আক্রমণে আহত হন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে কুকুরটিকে ধাওয়া করলে সেটি আরো বেপরোয়া হয়ে উঠে।

ধাওয়া খেয়ে কুকুরটি উত্তর বিষ্ণুপুর এলাকায় গিয়ে কালাম গাজীর গবাদিপশুর ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা একজোট হয়ে কুকুরটিকে আঘাত করে মেরে ফেলেন।

এ ঘটনায় আহত লাবনী, রাইফান, রতন, রুবিনা, নাছিমা, হামজা, জান্নাত, সুমি, হাওয়া বেগম, নাবিল, হামজা ও জান্নাতসহ বেশ ক'জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া আরও অনেকে মতলব মুন্সিরহাট ও স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

এদিকে পার্শ্ববর্তী অন্যান্য এলাকাতেও একই ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ক্ষিপ্ত ও পাগলা কুকুর দমনে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়