রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০০

শীতের সকাল

তাজুল ইসলাম
শীতের সকাল

তাজুল ইসলাম শীতের সকাল

হিম কুয়াশা বাতাস বহে কাঁপছে সবাই শীতে,

ছোট শিশু বুড়াবুড়ি জীবন কাঁপে ভীতে।

সকাল বেলা শীতের থাবা বরফ শীতল লাগে,

বস্ত্রহীনের আহাজারি খোদার আরশ কাঁপে।

সূর্যিমামা উঠে যারে আর সহেনা গায়ে,

কোথায় সূর্য? হিম কুয়াশা লুকিয়ে তাকে রাখে।

কুয়াশার এক দীঘি যেন সবুজ ঘেরা গাঁয়ে,

সারা বেলা শেষ হয়ে যায়, সকাল শেষ হয় না যে।

সকাল বেলায় ঘাসের ডোগায় শিশির বিন্দু জমে,

সোনালী রোদ পড়ে যখন ঝলমলিয়ে জ্বলে।

শীতের সকাল রসের সকাল রসে ভরে রাখে,

খেজুর রসের অমৃত স্বাদ পরাণ নেচে উঠে।

খেজুর রসের পিরনি পায়েস মগ্ন থাকে স্বাদে,

খেজুর রসের গুড়পাটালি পাগল করে রাখে।

নানা রকম পিঠাপুলি শীতের সকাল সাজে,

কল্পলোকে পাড়ি জমায় পিঠা খেতে খেতে।

ভাপা পিঠা ম্যারা পিঠা ফুল পিঠা শীতে,

পাটিসাপটা চিতই নয়তো শীতকালটাই মিছে।

কুয়াশারি চাদর ঠেলে চলছে কৃষক মাঠে,

সরষে কলাই মুগ মসুরি ক্ষেতে তারা বুনে।

জাম্পার মাফলার সোয়েটার আর জ্যাকেট চাদরে,

শীতের সাথে যুদ্ধ চলে শীতের সকালে।

খাওয়ার পানি ওজুর পানি গরম করে রাখে,

বস্ত্রহীনে আগুন পোহায় শীতের সকালে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়