রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮

ক্ষমা করিস মা

এসএইচ রুবেল
ক্ষমা করিস মা

এসএইচ রুবেল ক্ষমা করিস মা

আজও কানে ভেসে উঠে

মায়ের মায়া করুণ সুর,

কেন যে মা চলে গেলি

কাঁদিয়ে যে দূর বহুদূর।

জানিস’নে মা তুই ছাড়া যে

আমি আজ বড় অসহায়,

তুই ছাড়া বল কে নিবে আর

কে সান্তনা দিবে আমায়।

মানুষ নামের পশুর মাঝে

কি করে বল বেঁচে থাকি,

তুই ছাড়া মা কাকে নিয়ে

বাঁচার স্বপ্ন আমি আঁকি।

হাজার কষ্টের মাঝে আমার

তুই ছিলি অনুপ্রেরণা,

আজ যে আমার শূন্য ভুবন

কি নিয়ে বাঁচবো বল না।

এক পৃথিবী দুঃখ নিয়ে বুকে

বেঁচে আছি মা তুই ছাড়া,

তুই ছাড়া তাই কষ্টগুলো

করছে আরও বেশি তাড়া।

যেখানে গেছিস না ফেরার দেশ

মা তুই ভালো থাকিস,

কিছুই করতে পারিনি মা

পারলে এ অসহায় ছেলেকে

মা স্বীয় গুণে ক্ষমা করিস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়