শনিবার, ৩০ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:২১

রূপকথার রাজকুমার

তাইয়্যেব হোসাইন
রূপকথার রাজকুমার

প্রিয় প্রিয়া, আশা করি ভালো আছো। যদিও জানি, তুমি ভালো থাকো কি না সেটা জানতে পারাটা আমার জন্য এখন আর সহজ কিছু নয়। তবুও প্রতিদিন, প্রতিক্ষণ তোমার খবর পাওয়ার এক অদ্ভুত তৃষ্ণায় পুড়ি। এই চিঠির প্রতিটি অক্ষরে আমি রেখে গেলাম আমার অনুভূতির সবটুকু রঙ, তুমি যদি একটিবার পড়ো, তাহলে হয়তো বুঝতে পারবে আমি ঠিক কতখানি ভালোবাসি তোমাকে।

প্রিয়া, তোমার অনুপস্থিতি আমার চারপাশটাকে নিঃস্ব করে দেয়। জানো, প্রতিদিন সকালটা শুরু হয় তোমাকে ভাবতে ভাবতে, আর দিনশেষ হয় তোমাকে মনে করতে করতে। তোমার চোখ, তোমার হাসি, তোমার বলা শেষ কথাটাও বারবার ঘুরেফিরে আসে আমার মাথায়। আমি ঠিক বুঝে উঠতে পারি না, কীভাবে তোমার এতটা অভাব বোধ হয়! মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এই ভালোবাসা কি একতরফা? নাকি তুমি সত্যিই আমার মনের অজান্তেই হয়ে উঠেছো আমার অস্তিত্বেরই এক অংশ?

অনেকেই বলে, সময় নাকি সব ঠিক করে দেয়। কিন্তু আমি তো দেখছি, সময় যতই যাচ্ছে, আমি আরও বেশি তোমার ভেতরে হারিয়ে যাচ্ছি। তোমার জন্য আমার মন প্রতিনিয়ত ব্যাকুল থাকে, তোমাকে একটিবার দেখার আকাক্সক্ষা যেন চোখে এক ধরনের ছায়া ফেলে দেয়। রাস্তায় হঠাৎ তোমার মতো কাউকে দেখলেও, বুকের ভিতর কেঁপে ওঠে এই বুঝি তুমি! অথচ বাস্তবতা জানিয়ে দেয়, না, সে তুমি নও। কলেজ গেটে মাঠে তোমার ডিপার্টমেন্টের সামনে আমি অবুঝ শিশুর মতো তাকিয়ে থাকি, এক পলক তোমাকে দেখার জন্য দূর থেকে অপেক্ষা করি।

প্রিয়া, যদি জানতা কতটা অনুভব করি তোমাকে, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারতে কেন এই চিঠি লিখছি। আমি চাই না, এই ভালোবাসা কেবল আমার একার অনুভূতির খাঁচায় বন্দি থাকুক। আমি চাই তুমি জানো, আমি চাই তুমি বুঝো, আমি চাই তুমি অনুভব করো তুমি আমার জীবনের সবচেয়ে দামী মানুষ।

অনেকদিন হয়ে গেল তোমার কোনো খবর নেই। কেমন আছো? হাসো তো? কাঁদো? নতুন কাউকে পেয়েছো? নাকি এখনো সেই পুরোনো দিনের মতো আমায় মনে পড়ে? আমি জানি না, তবে আমি জানি তোমার স্মৃতি আমার ভেতর আজও জ্যান্ত, আজও তাজা।

এই চিঠিটি কেবল তোমার জন্য নয়, এটা আমার আত্মার আর্তনাদ, তোমার জন্য বুকের ভেতর জমে থাকা অনুভবের প্রকাশ। হয়তো তুমি আর কখনো ফিরে আসবে না, হয়তো কখনো পড়বে না এই চিঠি, কিন্তু তবুও আমার প্রেমের কাব্য তুমি, তাই তোমার জন্যই এই লেখনী।

ভালো থেকো প্রিয়া। যদি কখনো মনে পড়ে জানিও। কেউ আছে, যে আজও নিঃশব্দে, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে।

শ্রদ্ধা ও হৃদয়ের গভীর ভালোবাসা জানিয়ে,

তোমার রূপকথার রাজকুমার

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়