প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১৩
বৃষ্টি হলে হৃদয়ে তুমি
অনলাইন ডেস্ক

খালেকুজ্জামান শামীম বৃষ্টি হলে হৃদয়ে তুমি
তুমি নিশ্চই অবগত
বৃষ্টি আসলেই
মনে পড়ে তোমায়।
তুমি নিশ্চই অবগত
মেঘ ধরলেই বৃষ্টি হবে
আর ভাবি তোমায়।
যখন বুঝতে পারি
তুমি বড় ছলনাময়ী,
আমি বড় বিনয়ী
তোমার ছলনার পদতলে
বড় অভাগা বিশ্বাসী।
বৃষ্টির মতই হৃদয়ের কান্না
মেঘ থেকে বৃষ্টির ন্যায়
তুমি অবিশ্বাসী ঘাতিনী অনন্যা।