বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫২

আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে ড. সবুর খান

বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তাবান্ধব উদ্ভাবনভিত্তিক ও সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করুন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তাবান্ধব উদ্ভাবনভিত্তিক ও সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করুন

মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান । মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) পুত্রজায়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজন করেছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস

‘বিশ্বব্যাপী সংযোগ, সম্মিলিত প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের উপাচার্য, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।

প্রধান বক্তা হিসেবে ড. মো. সবুর খান ‘উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল : একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে টেকসই আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন।

প্রবন্ধ উপস্থাপনকালে প্রদত্ত বক্তব্যে ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত পাঠদাননির্ভর কাঠামোর বাইরে এসে উদ্যোক্তাবান্ধব, উদ্ভাবনভিত্তিক এবং সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা কেবল চাকরিপ্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

ড. মো. সবুর খান তাঁর বক্তব্যে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক উন্নয়নের জন্যে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, সরকার এবং কমিউনিটির সমন্বয়ে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এই ধরনের সমন্বিত উদ্যোগই উচ্চশিক্ষাকে অর্থনৈতিক প্রবৃদ্ধিসামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তিতে পরিণত করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জোসেফ লি ড. মো. সবুর খানের বক্তব্যের প্রশংসা করে বলেন, আজকের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে তাঁর উপস্থাপিত দৃষ্টিভঙ্গি ছিলো অত্যন্ত দূরদর্শী ও বাস্তবভিত্তিক, যা সম্মেলনের মূল প্রতিপাদ্যের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।

সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা এই বক্তব্যকে সময়োপযোগী ও প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করছেন এবং বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর উপস্থাপিত দিকনির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করছেন।

ক্যাপশনঃ মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ ‘উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল : একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে টেকসই আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়