শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩৩

শাহরাস্তিতে 'নূর ভিশন স্কলার এক্সামিনেশন ২০২৫' অনুষ্ঠিত

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে 'নূর ভিশন স্কলার এক্সামিনেশন ২০২৫' অনুষ্ঠিত

শাহরাস্তির ন্যাশনাল ভিক্টোরি স্কুলে ‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) নূর ভিশন ফাউন্ডেশনের পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন-২০২৫ সকাল ১০টায় ন্যাশনাল ভিক্টোরি স্কুলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ভিক্টোরি স্কুলের প্রধান শিক্ষক।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি হাসান আহমেদ ও সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম এবং সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষা ও ফাউন্ডেশনের লক্ষ্য সম্পর্কে নূর ভিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুন্নবী রবিন চৌধুরী বলেন, মেধাবীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং বর্তমানের প্রতিযোগিতামূলক পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলার মতো মানসিকতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাজের সকল স্তরের সচেতন মহল যদি এভাবে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসে, তবে তা সমাজ ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে।

পরিশেষে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা করার জন্য তিনি সমাজের সকল স্তরের মানুষ, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়