শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯

জিটি রোডে দু যুগের অবহেলিত সড়ক সংস্কারে স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক কমিটি

স্টাফ রিপোর্টার
জিটি রোডে দু যুগের অবহেলিত সড়ক সংস্কারে স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক কমিটি

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর বিষ্ণুদী এলাকার সামু গাজী বাড়ি থেকে বাঁশি স্কুল সড়কটি দুই যুগ ধরে অবহেলিত। এ সড়কটি যানবাহন ও পথচারীর চলাচলের উপযোগী করতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক কমিটির সদস্যরা। গত কয়েকদিন ধরেই তারা এ সংস্কার কাজ করছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিনভর সংগঠনের সদস্যদের কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ। তিনি বলেন , সংস্কারের কাজে নেমে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শিশু, তরুণ, যুবক ও বয়স্করা হাতে হাত মিলিয়ে একযোগে সড়ক সংস্কারে অংশ নিচ্ছেন। এটি সত্যিই প্রশংসনীয়।

এ উদ্যোগে নেতৃত্ব দেন মোহাম্মদ তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ গাজী, মোহাম্মদ আরিফ গাজী, মো. স্বপন পাটোয়ারী, মো. টিপু গাজী, মোহাম্মদ নূরা গাজী, মো. চান মিয়া গাজী, মোহাম্মদ রিয়াদ গাজী, মো. জুম্মন দেওয়ান, মোহাম্মদ বাচ্চু গাজী, মো. রুবেল গাজী, সেলিম গাজী, মোহাম্মদ মারুফ গাজী, মো. সাদ্দাম গাজী প্রমুখ।

সংগঠনের মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, বিভিন্ন মানুষের বাড়িঘরের পুরনো কংক্রিট এনে কাজ শুরু করেছি। বিভিন্নজন থেকে বাঁশ কালেকশন করে সড়কের পাশে পাইলিং করেছি। ইতোমধ্যে ৫০০ বস্তা রাবিশ বড় ট্রাক দিয়ে আনা হয়েছে। আরও ছয় ট্রাক রাবিশ আনা হবে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

এলাকাবাসী অভিযোগ করেন, গত ২৫ বছর ধরে এ রাস্তা সংস্কার করা হয়নি এবং ড্রেন না থাকায় তারা বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, নিজেদের উদ্যোগে ইতোমধ্যেই রাস্তায় ৮টি বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছেন মোহাম্মদ মশিউর আহমেদ।

স্থানীয়রা আরো জানান, আমাদের সচেতন নাগরিক স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে এ উদ্যোগ নেয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের উচিত হবে দ্রুত এ সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নের ব্যবস্থা করা।

ছবির ক্যাপশন।। চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর বিষ্ণুদী এলাকার সামু গাজী বাড়ি থেকে বাঁশি স্কুল সড়কটি দুই যুগের অবহেলিত সড়কটি যানবাহন ও পথচারীর চলাচলের উপযোগী করতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক কমিটির সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়