বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪

শ্রীমঙ্গলে ভারতীয় ফুচকা সহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ভারতীয় ফুচকা সহ আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. সাইদুর রহমান খাঁনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের নতুন বাজার সোনার বাংলা রোড থেকে সিএনজি অটোরিকশার ভেতর থেকে ১২ টি বস্তায় ৫১৬ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে পুলিশ। এ সময় রাজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ পথে আমদানি করা ১লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়