মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ১৯:৩৫

চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউপি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২ চেয়ারম্যান

মিজানুর রহমান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২ চেয়ারম্যান

চাঁদপুর সদর উপজেলা পরিষদ(ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। তারা হলেন : ৫নং রামপুর ইউনিয়নের মোঃ আল মামুন পাটোয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী।এ দু'জন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে তিনজন নারী প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৯ জন পুরুষ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৩২ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৮৫ জন।

আজ ২৭ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচনের ভোট গ্রহন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়