মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ২১:৩৫

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁদপুরে চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁদপুরে চিকিৎসকদের মানববন্ধন

সনাতন ধর্মালম্বীদের উপর হামলা পূজামণ্ডপ ও মন্দির ভাংচুরের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর। ২৪ অক্টোবর রোববার সকাল ১১টার সময় আড়াই'শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অংশ নেন বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মূলত, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দীন, বিএমএ’র চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম কাউসার হিমেল, চাঁদপুর জেলা হাসপাতালের আরএমও ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেল,ডাঃ আসিবুল আহসান আসিব,মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, ডাঃ পীযুষ সাহা,ডাঃ শর্মিষ্ঠা দে, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইছারুহুল্লাহসহ অন্যান্য সকল চিকিৎসকবৃন্দ।

এই মানববন্ধন কর্মসূচিতে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে মিলিত হয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়