প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪৮
১৮টি দেশীয় অস্ত্রসহ ফরিদগঞ্জে বিএনপি নেতা আটক

ফরিদগঞ্জে যৌথবাহিনী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে প্রথমে হাইমচর থানায় এবং পরে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
|আরো খবর
আটককৃত সৈয়দ আহমেদ বেপারী লড়াইচর গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারীর ছেলে এবং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। বিষয়টি ফরিদগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সূত্র ও ফরিদগঞ্জ সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ সেনাক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর এলাকা থেকে সৈয়দ আহমেদ বেপারীকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল ৩টি, বগি দা/রাম দা ২টি, লোহার চাকু ১টি, দেশীয় দা ১টি, স্টিল পাইপ ৪টি, হাতুড়ি ১টি, চেইন ১টি, চেইন গিয়ার ১টি, স্টিল চাকু ৩টি এবং স্মার্টফোন ২টি। আটকের পর প্রথমে তাকে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলেও আটককৃত ব্যক্তি ও অস্ত্র উদ্ধারের স্থান ফরিদগঞ্জে হওয়ায় পরে সেনাবাহিনী তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, মঙ্গলবার দুপুরের পর সেনাবাহিনী দেশীয় অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী নামে একজনকে হস্তান্তর করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হচ্ছে।







