প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:১০
নানা আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য হলেও সামাজিক কুসংস্কারে ভ্রান্ত ধারণা বিদ্যমান

'কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা' এই প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুর জেলা ও এর বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জেলা পর্যায়ের কর্মসূচি শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু করে সদর হাসপাতালের সামনে গিয়ে তা শেষ হয়।
র্যালি শেষে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে কুষ্ঠরোগ নির্ণয় ও প্রতিরোধ বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন, দি লেপ্রসি মিশনের প্রতিনিধি মো. মুশফিকুর রহমান, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এবং ওয়াইডব্লিউসিএ’র সাধারণ সম্পাদিকা পাপড়ি বর্মনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য হলেও সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে আসেন না। ফলে রোগটি জটিল আকার ধারণ করে। তাই কুষ্ঠরোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা জরুরি বলে তারা মত প্রকাশ করেন।
এদিকে, এদিন সকালে মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং দি লেপ্রসি মিশন বাংলাদেশ ও ওয়াইডব্লিউসিএ অব চাঁদপুরের সহযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি হাই স্কুল পর্যন্ত একটি র্যালি বের করা হয় এবং পথচারীদের মাঝে কুষ্ঠু রোগ সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালিটির নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম।
র্যালিশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আরএমও ডা. রাজীব কিশোর বণিক কুষ্ঠরোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্যসেবা ও বিশ্ব কুষ্ঠ দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে কুষ্ঠরোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও উপস্থিত সবার মাঝে নাস্তা বিতরণ করা হয়।
অন্যদিকে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে র্যালি ও লিফলেট বিতরণের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তানভীর আহমেদ কুষ্ঠরোগের পরিচয়, লক্ষণ এবং এর বিনামূল্যে চিকিৎসা সুবিধা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কুষ্ঠরোগীদের মাঝে শীতের কম্বল ও নাস্তা বিতরণ করা হয়।
জেলা ও উপজেলার এসব কর্মসূচির মাধ্যমে কুষ্ঠরোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং কুসংস্কার দূর হয়ে রোগীরা সময়মতো চিকিৎসা নিতে এগিয়ে আসবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।







