রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:৫২

কলাকান্দায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানে ওয়াজ ও দোয়ার মাহফিল

মাহবুব আলম লাভলু।।
কলাকান্দায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানে ওয়াজ ও দোয়ার মাহফিল

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি-২০২৬) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব গোলাম সারওয়ার পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ সুলতান মাহমুদ বশিরের সঞ্চালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবদুল হাকিম মিয়াজী, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী, বিল্লাল হোসেন সরকার, সমাজসেবক আবুল বাশার, মফিজুল ইসলাম জমাদার, মনির হোসেন মাস্টার, মো. বাবু সরকার ও একেএম রিয়াজ উদ্দিন শাহীন।

ওয়াজ করেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মনিরুজ্জামান আশরাফী, আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন আনসারী ও মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআনের আলোয় জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মাদরাসাটির সফলতা কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন অতিথি ও আলেমগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়