বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২০:১৩

শীতের প্রকোপে চাঁদপুর আদালতের হাজতখানায় কার্পেট বিতরণ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
শীতের প্রকোপে চাঁদপুর আদালতের হাজতখানায় কার্পেট বিতরণ
শীতের প্রকোপে চাঁদপুর আদালতের হাজতখানায় কার্পেট তুলে দিচ্ছেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় থাকা শীতার্ত কয়েদিদের মানবিক দিক বিবেচনায় হাজতখানার মেঝেতে কার্পেট পাতা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে হাজতখানার ইনচার্জের কাছে কার্পেট হস্তান্তর করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সৌজন্যে এ কার্পেট বিতরণ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, কোর্ট ইন্সপেক্টর শহীদুল্লাহ পিপিএম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড.জসিম উদ্দীন মেহেদী হাসানসহ বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রচণ্ড শীতে হাজতখানায় থাকা কয়েদিদের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়