বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২৩:২০

৩২ বছরে পদার্পণ করছে দৈনিক চাঁদপুর সংবাদ

৩২ বছরে পদার্পণ করছে দৈনিক চাঁদপুর সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি

১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দীর্ঘ পথচলার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছছে চাঁদপুর সংবাদ। প্রতিষ্ঠার ৩১বছর পূর্ণ করে পত্রিকাটি গর্বের সঙ্গে ৩২তম বছরে পদার্পণ করছে। ‘বস্তুনিষ্ঠতায় প্রতিশ্রুতিবদ্ধ’ এই মূলমন্ত্রকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শে অবিচল থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে পত্রিকাটি। এই ঐতিহাসিক মুহূর্তে মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন সম্পাদক ও প্রকাশক মো. আব্দুর রহমান। একই সঙ্গে ৩১ বছর পূর্তির এই শুভক্ষণে চাঁদপুর সংবাদ পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৯৫ সালের ১ জানুয়ারি ‘বস্তুনিষ্ঠ সংবাদ’ প্রকাশের দৃঢ় অঙ্গীকার নিয়ে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে চাঁদপুর সংবাদ। সময়ের চাহিদা ও পাঠকের প্রত্যাশা পূরণে পরবর্তীতে ২০০১ সালের ১০ সেপ্টেম্বর পত্রিকাটি দৈনিকে উন্নীত হয়। এরপর থেকেই নিরবচ্ছিন্নভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতায় একটি শক্ত অবস্থান তৈরি করে নেয়। দীর্ঘ এই যাত্রাপথে নানা প্রতিকূলতা, চড়াই-উতরাই ও বাধা অতিক্রম করে আজকের এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে দৈনিক চাঁদপুর সংবাদ। গত ৩১ বছর ধরে চাঁদপুরবাসী পত্রিকাটিকে আপন করে নিয়েছে আন্তরিকতা ও ভালোবাসায়। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার প্রশ্নে কখনোই আপস করেনি পত্রিকাটি। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের প্রভাবমুক্ত থেকে সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের যে অঙ্গীকার, ভবিষ্যতেও তাতে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে পত্রিকা পরিবার।

চাঁদপুর জেলার সমস্যা, সম্ভাবনা ও জনআকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে পাঠকের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দৈনিক চাঁদপুর সংবাদ। পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জেলার বহু সামাজিক ও প্রশাসনিক সমস্যার সমাধানেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

৩১ বছর পূর্তির এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অচিরেই বিভিন্ন কর্মসূচি ও আয়োজন বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে চাঁদপুর সংবাদ পরিবার।

চাঁদপুরের ৮টি উপজেলাসহ প্রধান কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও কর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে পত্রিকার অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছেন। তাঁদের এই নিষ্ঠা ও শ্রমের জন্যে পত্রিকার সম্পাদক আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও এই দীর্ঘ পথচলায় যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, পাঠক, বিজ্ঞাপনদাতা, লেখক এবং শুভানুধ্যায়ী সকলের প্রতি জানানো হচ্ছে গভীর কৃতজ্ঞতা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা। অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা ও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছে পত্রিকা পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়