প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:২৪
মতলব উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সুধাংশু সাহার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মতলব উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু সাহা মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) ঢাকার পপুলার হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
|আরো খবর
এদিন রাত ৮টায় প্রয়াতের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কমিউনিস্ট পার্টি ও উদীচীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, মতলব উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডা. শ্যামল চন্দ্র ঘোষ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, মতলব উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি হাজী মো. ইসহাক সরকার, উপজেলা সহ-সভাপতি তাপস কুমার সাহা, উপজেলা সাংগঠনিক সম্পাদক শিব শংকর দাস, সদস্য আশিষ সরকারসহ আরও অনেকে।
এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রয়াত কমরেড সুধাংশু সাহা আজীবন সংগ্রামী ছিলেন। কমিউনিস্ট পার্টির নীতি, আদর্শে অবিচল থেকে আমৃত্যু পার্টিকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। ধর্ম, মত-পথ নির্বিশেষে তাঁকে দেখতে মানুষের যে ভীড় দেখছি, এতেই প্রমাণিত হয় তিনি এলাকাবাসীর কত আপনজন ছিলেন, আত্মার মানুষ ছিলেন। মেহনতি মানুষের মুক্তির লড়াই তাঁর সংগ্রামী জীবন আমাদের প্রেরণা ও আমাদের পথ দেখাবে।








