বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮

বিজয় দিবসে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বিজয় দিবসে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য আজো নিশ্চিত হয়নি। স্বাধীনতার ৫৪ বছর পরেও এদেশের মানুষকে অধিকারের জন্যে আন্দোলন করতে হয়। বিজয়ের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, কোনোভাবেই যেন ফ্যাসিস্ট আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে।

তিনি আরো বলেন, আমরা জনগণের ন্যায্য অধিকারের পক্ষে আন্দোলন করছি। নির্বাচনসহ প্রতিটি ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, চাঁদপুর সদর উপজেলার সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, আমেলার সদস্য মুহাদ্দিস হাফেজ, মাওলানা শোয়াইব আহমদ আল ফরিদীসহ অন্য নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়