বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ* ভূমি-মালিক পরিবার নিরাপত্তাহীনতায়

স্টাফ রিপোর্টার।।
ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ* ভূমি-মালিক পরিবার নিরাপত্তাহীনতায়

ফরিদগঞ্জে ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

কিন্তু তারপরও ইটভাটার এক মালিক প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জমির মালিক প্রবাসী মনির সর্দারের পরিবারের সদস্যরা।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রশাসন গ্রামের প্রবাসী মনির সর্দারের ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি (টপ সয়েল) কেটে নিচ্ছে একই এলাকার প্রভাবশালী ও ইটভাটার মালিক হাবিবুর রহমান সুমন। গত কয়েক দিন ধরে প্রকাশ্যে এমনভাবে মাটি কেটে নেওয়ার ফলে ওই ফসলি জমি এখন ডোবায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে।

এমন পরিস্থিতিতে হাবিবুর রহমান সুমনের লোকজনকে বাধা দিলে তারা মারমুখী হয়ে ওঠে। এতে প্রথমে প্রবাসী মনির সর্দারের ছেলে ওমর ফারুক সিয়াম উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মাটি কাটায় ব্যবহৃত ভেকু মেশিন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপর আরও বেপরোয়া হয়ে উঠে ইটভাটার মালিক সুমনের লোকজন। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েন প্রবাসীর পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত উপায়ান্তর না পেয়ে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দাখিল করেন তারা। তবে এর মধ্যেই আরও বেপরোয়া হয়ে উঠে ইটভাটার মালিক ও তার লোকজন। অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুর রহমান সুমন।

এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, জমির পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা ভেকু মেশিনকে অকেজো করে দেওয়া অথবা কোনোভাবে নাশকতার পরিস্থিতি তৈরি করে পরবর্তীতে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রস্তুতি নিচ্ছে ইটভাটার মালিকপক্ষের লোকজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়