প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:১৫
জেলা সভাপতির শোক
ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারির মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর মমতাময়ী মা বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান।
তাঁর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন এবং তার রেখে যাওয়া সন্তানসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিন বাদ জোহর পুরাণবাজার মদিনা মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া, দেয়ালঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমাদের প্রতিনিধি ওমর ফারুক নোয়াইম, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুলদীন খান, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল-মামুন, মাওলানা আক্তার হোসাইন, শরিফ মৃধা, শ্রমিক নেতা আবুল বাশার, যুবনেতা মুফতি ইমরান হোসাইন, শেখ হাবিবুর রহমান প্রমুখ।
জানাজায় ইমামতি করেন মরহুমার বড় ছেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা কেএম ইয়াসিন রাশেদসানী।







