প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪
ভূমিসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ইউনিয়নভিত্তিক প্রচারণার ব্যবস্থা করা হবে
-----------------বাপ্পি দত্ত রণি

চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক ও এসিজির অ্যাডভোকেসি সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমিসেবা অনলাইন হওয়ার কারণে সেবা দিতে এখন আর দেরি হয় না। ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে সাধারণ জনগণ প্রতিনিয়ত দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। ভূমিসেবা নিতে দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন। ভূমিসেবার মানোন্নয়নে সিটিজেন চার্টার, প্রান্তিক ও নারীদের জন্যে সেবার সহজীকরণ, ব্রেস্ট ফিডিং কর্নার ও দালালের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তিনি জানান। আমি চেষ্টা করি বৈধভাবে ও ভূমি আইনের নিয়মের মধ্যে থেকে ভূমি সেবা নিশ্চিত করতে। আমার বাইরে কোনো কাজ না থাকলে আমি ৯-৫টা অফিস করি। ৫টার পর আমরা অফিসে কাজ করলে গেইট তালাবদ্ধ থাকে। কেউ ঢুকতে পারে না। ভূমি বিষয়ে সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার জন্যে ইউনিয়নভিত্তিক প্রচারণার জন্যে বিলবোর্ড টানানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। তিনি এ ধরনের একটি অ্যাডভোকেসি সভার আয়োজন করায় সনাক ও এসিজি গ্রুপকে ধন্যবাদ জানান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, ভূমিসেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষও আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে। তিনি আরো বলেন, আমরা তথ্য না জানার কারণেই প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমাদের সেবা বিষয়ে তথ্য জানতে হবে। মানুষ যতো বেশি তথ্য জানবে ততো বেশি দুর্নীতি কম হবে। ভূমিসেবা বিষয়ে আরও বেশি প্রচারণা করার আহ্বান জানান তিনি। অনলাইন ভিত্তিক হওয়াতে ভূমিসেবা অনেক বেশি সহজ হয়েছে। তিনি আজকের এই ফলপ্রসূ সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী, সনাক সদস্য মো. আব্দুল মালেক, অ্যাড. পলাশ মজুমদার, এসিজি গ্রুপের সদস্য সাইফুল ইসলাম আকাশ প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইয়েস, এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ।







