সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯

বীর মুক্তিযোদ্ধা হাফেজ ঢালীর ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার।।
বীর মুক্তিযোদ্ধা হাফেজ ঢালীর ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার সময় গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছিলেন চিরকুমার। তাঁকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিন বাদ মাগরিব ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং ফরাক্কাবাদ বাজার জামে মসজিদে মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় সালাম প্রদান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সালাম প্রদানের পর শোকাবহ পরিবেশে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সালামে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়