সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫

ফরিদগঞ্জে আইফা মেধা বৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জ প্রতিনিধি।।
ফরিদগঞ্জে আইফা মেধা বৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটোয়ারীর প্রতিষ্ঠিত আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন (আইফা) কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলার সাথে পরীক্ষা গ্রহণে ফাউন্ডেশন কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করেছেন।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন পাটোয়ারী ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। তাঁরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, মেধাবী শিক্ষার্থীরা যেনো স্বপ্ন পূরণের সুযোগ পায় এটাই আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের মূল লক্ষ্য। রাজনৈতিক কিছু সমস্যার কারণে দীর্ঘদিন যাবত আইফা বৃত্তি বন্ধ ছিলো। আশা করি এখন থেকে এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। যোগ্যতাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করবে।

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের মেধা যাচাই করার জন্যে এই পরীক্ষায় অংশ নিয়েছি। ফাউন্ডেশন আমাদের জন্যে এমন সুযোগ করে দেয়ায় খুব আনন্দিত। আশা করি আমরা ভালো ফলাফল করতে পারবো এবং আগামীতে এমন পরীক্ষা অব্যাহত থাকবে।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের শিক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। আমরা চাই আরও বেশি শিক্ষার্থীর জন্যে এমন সুযোগ সৃষ্টি হোক।

কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বৃত্তি তুলে দেয়া হবে।

এবারের বৃত্তি পরীক্ষায় সদস্য সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নূরুল ইসলাম ফরহাদ। তাঁর তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনার প্রতিটি ধাপ নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা হল সুপার ও কক্ষ পর্যবেক্ষকরা শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতার মান বৃদ্ধি এবং শিক্ষা সহায়তায় ভূমিকা রাখার লক্ষ্যেই প্রতিবছর এই পরীক্ষার আয়োজন করা হয়। মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর এ বছর পুনরায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে এবং পরবর্তীতে যোগ্য শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়