প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, চাঁদপুর জেলা শাখার আয়োজনে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (৫ নভেম্বর ২০২৫) সকালে চাঁদপুর পৌর কবরস্থান রোডস্থ তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম এবং জুমার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটারিয়ান রানা, সাধারণ সম্পাদক গাউসুল আজম, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শিবলু, ক্রীড়া সম্পাদক স্বপন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহ আলম ও নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন। চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।








