প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:৪১
মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকালে ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে তাঁর নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
|আরো খবর
এ উপলক্ষে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল কালাম খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তারেক সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ ইমরান প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট হলদিয়া আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। জনগণের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনা করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অসহায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।








