প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৮
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় কবি কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোটা. ডা. বিশ্বনাথ পোদ্দার এবং কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক রোটা. অধ্যাপক মো. জাকির হোসেন।
সভায় ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি, টি-শার্ট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া নতুন আজীবন ও দাতা সদস্য সংগ্রহ এবং হার্ট ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় স্থাপনের বিষয়েও প্রস্তাব গৃহীত হয়।