সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৯

পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে তাসকিন নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ওয়্যারলেস বাজার এলাকার খান বাড়ির পুকুরে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে তাসকিন পানিতে ডুবে যায়।

নিহত তাসকিন মধ্য তরপুরচণ্ডী ওয়্যারলেস বাজার মির্জা বাড়ি রোডের তাইজুদ্দিন হাওলাদারের ছেলে। সে মধ্য তরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

ঘটনার পর স্থানীয় এক যুবক পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাসকিনের পরিবার জানায়, সে সাঁতার জানত না। গোসল করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়