সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির মতবিনিময় সভা

মতলব উত্তর ব্যুরো ॥
ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির মতবিনিময় সভা
মতলব উত্তরে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নুরুল হক সরকার।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় পৌর বাজারের হাজী মার্কেট মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা মো. নূরুল হক সরকার।

সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এসএম মিন্টু।

আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি শরীফ দর্জি, সাবেক সভাপতি মোবারক মুফতি, সাবেক সাধারণ সম্পাদক নাসির ফরাজী এবং ডা. কাউসার। সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, পরিচ্ছন্নতা রক্ষা, সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এবং নাইটগার্ড নিয়োগসহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বাজার বণিক সমিতি কেবল ব্যবসায়ীদের সংগঠন নয়; এটি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে সেতুবন্ধনের কাজ করে। তারা আরও বলেন, বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে সমিতির নিয়ম মেনে চলতে হবে।

শেষে বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়