প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
কুমিল্লায় তিন দিনব্যাপী অধুনা নাট্য কর্মশালার শুভ উদ্বোধন

কুমিল্লায় তিন দিনব্যাপী অধুনা নাট্য কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) অধুনা থিয়েটার কুমিল্লার আয়োজনে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ কর্মশালা উদ্বোধন কৱেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহআলম।
|আরো খবর
এতে সভাপতিত্ব করেন অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েৱ সহযোগী অধ্যাপক ডক্টর আনন জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ধীমান চন্দ্র বর্মন ও সংগীতশিল্পী কুয়াশা মূর্খ ।