সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৮:০৬

জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

কচুরিপানামুক্ত ডাকাতিয়া নদী মাছ চাষের উর্বর ক্ষেত্র হিসেবে ফরিদগঞ্জে আরো সমৃদ্ধ হোক ----সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী।।
কচুরিপানামুক্ত ডাকাতিয়া নদী মাছ চাষের উর্বর ক্ষেত্র হিসেবে ফরিদগঞ্জে আরো সমৃদ্ধ হোক      ----সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, আলোচনা সভা ও জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছ স্বাদের মাছ। কিন্তু আমাদের নিজেদের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। যদিও সরকার মাছের অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে গত কয়েক বছরে বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী মাছের অভয়াশ্রম হিসেবে গণ্য হচ্ছে। যদিও ডাকাতিয়া নদী এখনো কচুরিপানা পরিপূর্ণ, এর সাথে দখল আর দূষণতো রয়েছেই। আমরা ইতোমধ্যেই ডাকাতিয়া নদীকে মাছের অভয়াশ্রম করার জন্যে কচুরিপানা অপসারণ শুরু করেছি। আমরা চাই আমাদের এই কর্মসূচিতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসুক। কচুরিপানামুক্ত ডাকাতিয়া নদী মাছ চাষের উর্বর ক্ষেত্র হিসেবে ফরিদগঞ্জে আরো সমৃদ্ধ হোক।

তিনি বলেন, মাছ আমাদের আমিষের চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শিক্ষার্থীরা মাছ, মাছের প্রজাতি, আমিষ জাতীয় খাদ্য বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে। শিক্ষকদেরও উচিত তাদের শিক্ষার্থীদের এসব বিষয়ে ভাল ধারণা দেয়া। র‌্যালিশেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, মৎস্যজীবী রোকসান হোসেন, ইউনুছ বেপারী, জাকির হোসেন ও মিজানুর রহমান । আলোচনা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী খোরশেদ আলম ইরন ও আবু সাঈদকে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়