শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:১০

অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে মিলাদ ও দোয়া

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে  মিলাদ ও দোয়া
জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশের উদ্যোগে শুক্রবার শাহী জামে মসজিদে অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত বিএনপি নেতৃবৃন্দসহ অন্য মুসল্লিরা। ছবি- ইয়াসিন ইকরাম।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, চাঁসকের সাবেক ভিপি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ জুম্মা শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, মো. আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, আফজাল হোসেন বেপারী ও শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও আলহাজ্ব মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শহর জামায়াতে ইসলামী আমীর অ্যাড. শাহজাহান খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র ছেলে আবরারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান গত রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়