প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:২২
হাজীগঞ্জ শহরে অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ

হাজীগঞ্জে পৌর এলাকায় অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ করাসহ লাইসেন্স ফি কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে পৌরসভার সভাকক্ষে অটো/ইজিবাইক চলাচল শৃঙ্খলা ও ভাড়া চূড়ান্তকরণ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
|আরো খবর
জানা যায়, গত কয়েক মাস ধরে অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়ার হার নিয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করে। এর সমাধানে পৌর এলাকায় অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণে গত ৬ আগস্ট পৌরসভার সভাকক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, মালিক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সুধীজনদের সাথে মতবিনিময় করেন পৌর কর্তৃপক্ষ।
এ মতবিনিময় সভায় উপস্থিতির মতামত ও পরামর্শের আলোকে পৌর এলাকার বিভিন্ন সড়কে যাতায়াতে অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ করে দেয়া হয়। এদিন মালিক-শ্রমিক, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সুধীজনদের উপস্থিতিতে নির্ধারিত ভাড়া ঘোষণা করেন পৌর প্রশাসক।
একই সময়ে অটোরিক্সা ও ইজিবাইকের মালিক ও চালকদের দাবির প্রেক্ষিতে পৌরসভা কর্তৃক লাইসেন্স ফি কমানো হয়। যা নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়নে ১০ হাজার টাকা থেকে কমিয়ে নতুন লাইসেন্স ফি বাবদ ৭ হাজার টাকা ও নবায়নের ক্ষেত্রে সাড়ে ৩ হাজার টাকা নির্ধারণ এবং ৮শ'র বেশি অটোরিক্সা ও ইজিবাইকের লাইসেন্স দেয়া হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা ১৫ আগস্ট ২০২৫ খ্রি. থেকে কার্যকর হবে।
পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের সঞ্চালনায় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুসহ মালিক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।