প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০:৫৭
মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দু যুবক নিহত

চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হ্যাচারি সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দু আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৫ টায় ঘটে এই সড়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় নিহতরা হলেন : চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস। দুর্ঘটনায় নিহত অমি পুরাণবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
|আরো খবর
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল নিয়ে দু বন্ধু বালিয়া থেকে চান্দ্রা চৌরাস্তা হয়ে চাঁদপুরে আসার পথে বিপরীত দিক থেকে আসা হাইমচরগামী একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চান্দ্রা চৌরাস্তায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত যুবকদের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।