বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:২৯

জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ : সারোয়ার ওয়াদুদ চৌধুরী

অনলাইন ডেস্ক
জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ : সারোয়ার ওয়াদুদ চৌধুরী

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বিকেল ৪ টায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে 'মেঘডুবি রেস্টুরেন্ট' শিমুলতলী, গাজীপুরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি দুর্নীতির বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রণের স্বার্থে গাজীপুর জেলার সৎ সাহসী দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ গনআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ডক্টর প্রকৌশলী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রকৌশলী মনির আহমেদ, কবি কাজী আলম, প্রকৌশলী তারিক উল ইসলাম তনয়, আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার উল্লাহ, রফিকুল ইসলাম লাভলু, মহিউদ্দিন তালুকদার কাজল, লায়ন আনোয়ার হোসেন রুমি, সুলতানা মিতু, তাসলিমা আক্তার প্রমুখ।

সভায় সাংবাদিক দেলোয়ার হোসেন, মোস্তফা হোসেন আজাদ, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রফিকুল আলম, মো. শহিদুজ্জামান, মোহাম্মদ আলী ও পলাশ মল্লিক গাজীপুর জেলা সম্মেলনের দায়িত্ব গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়