বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯

কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আমাদের মেধা দিয়েই বিশ্বকে জয় করতে হবে : ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী
আমাদের মেধা দিয়েই বিশ্বকে জয় করতে হবে : ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিয়মিত পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সাহিত্য ও সংস্কৃতি চর্চা জরুরি। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এসব ক্ষেত্রে এগিয়ে আছে তা আজ তাদের উপস্থাপনা দেখে প্রমাণ পেলাম। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, তোমাদের প্রতিযোগিতা শুধু ফরিদগঞ্জ নয়, সারাদেশের তোমাদের সহপাঠীদের সাথে। তাতেই তোমাদের প্রকৃত মেধা যাচাইয়ের সুযোগ হবে। আমাদের আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। যাতে আমরা এদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আগামীর নেতৃত্ব দিতে সক্ষম হই। আমাদের মেধা দিয়েই বিশ্বকে জয় করতে হবে। সেই মেধা শুধু লেখাপড়া নয়, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রেও হতে পারে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন, বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজওয়ানুর রহমান পাটওয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, বিএনপি নেতা সফিউল আলম ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইউছুফ পাটওয়ারী। আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়