প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৭
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি

ফরিদগঞ্জ পৌর সদরস্থিত বাজারের ব্যবসায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (স্মারক নং-ফর পৌঃ/প্রশাঃ/২০২৩/৪৪৬ অনুযায়ী) ২০২৪ সালের বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান বাজার ব্যবসায়ী কমিটিকে দায়িত্ব প্রদান করেন। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
|আরো খবর
জানা যায়, চলতি বছরের গত ১০ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির মেয়াদ শেষ হয়ে হয়ে যায়। সেই লক্ষ্যে ৫ ডিসেম্বর মঙ্গলবার বাজার কমিটির সভাপতি, সম্পাদককে নিয়ে মেয়র বাজার কমিটির নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন মেয়র। পরে তিনি বৃহত্তর স্বার্থে নিম্নোক্ত সিদ্ধান্ত প্রদান করেন।
অফিস আদেশে অনুযায়ী ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচিত সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১০/১০/২০২৩ তারিখে বর্তমান বাজার ব্যবসায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। নতুন করে বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন/২০২৪ সম্পন্ন করিতে নতুন ট্রেড লাইসেন্স সংগ্রহ ও নবায়ন, ভোটার তালিকা প্রণয়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা সময়-সাপেক্ষে। একই সাথে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন থাকায় বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন/২০২৪ এই মুহূর্তে সম্পন্ন করা সম্ভব নয়। তাই বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন/২০২৪ সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকিবে এবং কমিটির সদস্যগণ বাজার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স সপ্তাহ ও নবায়ন করার জন্যে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেয়র কর্তৃক প্রদানকৃত অফিস আদেশ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, আমরা দ্রুত আমাদের কমিটির সদস্যদের নিয়ে বসে কাজ শুরু করবো।