শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০১:২৭

দলিল লেখক বিল্লাল আর নেই

স্টাফ রিপোর্টার
দলিল লেখক বিল্লাল আর নেই

চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক পৌর কৃষক লীগের আহ্বায়ক খায়রুল ইসলাম বিল্লাল আর বেঁচে নেই।তিনি শনিবার ভোর ৫ টার সময় শহরের কোড়ালিয়া পীর বাদশা মিয়া সড়কের নিজ বাসায় হার্ট অ্যাটাক করলে চাঁদপুর সরকার জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আছর পুরান বাজার রঘুনাথপুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

খাইরুল ইসলাম বিল্লাল চাঁদপুর শহরের একজন পরিচিত মানুষ ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়