শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ১৮:৫০

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহদাত বরণকারী সদস্যদের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু।

সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের সঞ্চালনে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন সোহেল, ওমর ফারুক, বিল্লাল হোসেন, মহিবুল ইসলাম মাসুম, মোস্তাফিজুর রহমান সুজন, রাবেয়া আক্তার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তব্য শেষে ৭ মার্চের ভাষন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মো. নুরুল আমিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়