সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ১৯:২৬

শাহরাস্তিতে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইডস ও কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

শাহরাস্তিতে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইডস ও কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা
মোঃ মঈনুল ইসলাম কাজল

“চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়” এই শ্লোগানে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় চাঁদপুরের শাহরাস্তিতে যক্ষ্মা ম্যালেরিয়া, এইডস ও কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগষ্ট বুধবার বেলা ১১টায় ব্র্যাক শাহরাস্তি অঞ্চলের আয়োজনে রিভার ভিউ ক্যাফেতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ নাজিম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিল্লুর রহমান।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবীর, নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, আওয়ামী লীগ নেতা এইচএম শোয়েব দেওয়ান, প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়েজ আহমেদসহ মুক্তিযোদ্ধা শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক ও সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া যক্ষ্মা এখন আর দুরারোগ্য ব্যাধি নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা থেকে আরোগ্য লাভ সম্ভব। যক্ষ্মা শনাক্তকরণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩৫ নং কক্ষে বিনামূল্যে মাইক্রোস্কপিক, জিন এক্সপার্ট ও এক্সরের ব্যবস্থা রয়েছে।

শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের সহায়তায় বর্তমানে ৪ শ’ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়