বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪

মতলব উত্তরে ঘনিয়ারপাড় তালতলী ঈদগাহ সড়কের বেহাল দশা

অনলাইন ডেস্ক
মতলব উত্তরে ঘনিয়ারপাড় তালতলী ঈদগাহ সড়কের বেহাল দশা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় তালতলী ঈদগাহ মাঠ রাস্তার বেহাল দশা। জন সাধারণের চলাচলে দূর্ভোগ চরমে।

সরজমিনে জানা যায়, ঐ রাস্তাটি ছেংঙ্গাচর পৌরসভার আওতাধীন অবস্থিত। রাস্তার প্রসস্হ কম। এই রাস্তায় করা হয়েছে হেরিংবন, বর্তমানে সংস্কার কাজ না হওয়ায় হেরিংবন রাস্তার মাটি সরে গিয়ে হেরিং বন রাস্তার ইট আকা - বাকা, উচুনীচু হয়ে রিকশা - সাইকেল ও জন সাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পরছে।

ঐ রাস্তাটি জরুরী বিত্তিত্ত্বে সংস্কার কাজ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়