প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২২:৩৮
অঙ্গীকার ক্রিকেট একাডেমীর নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন

চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়া চক্রের নিজস্ব ব্যবস্থাপনায় অঙ্গীকার ক্রিকেট একাডেমির নতুন জার্সি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়েছে। চাঁদপুর জেলার শিল্পকলা একাডেমির মঞ্চে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামছুল ইসলাম সূর্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, অঙ্গীকার ক্রীড়া চক্রের উপদেষ্টা রোটারিয়ান মোহাম্মদ আশরাফুল আরিফ, উপদেষ্টা নজির আহমেদ, চাঁদপুর চিলড্রেন একাডেমির অধ্যক্ষ কাউছার পাটওয়ারী, অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সীমা ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ কুমার সোম, যুগ্ম সম্পাদক মো. রাসেল পাটওয়ারী, দপ্তর সম্পাদক নিক্সন, প্রচার সম্পাদক মেহেদী হাসান সাকিব, সংগঠনের নেতৃবৃন্দ।