শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে পথসভা ও গণমিছিল

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে পথসভা ও গণমিছিল
ফরিদগঞ্জ উভারামপুর চৌরাস্তায় এম এ হান্নানের সমর্থনে পথসভায় বক্তব্য রাখছেন যমুনা গ্রুপের পরিচালক এবিএম সামসুল হাসান হিরো।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের চিংড়ি মাছ প্রতীকের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর চৌরাস্তা, মদিনা বাজার রাস্তা, মোল্লাবাড়ির সামনে ও উভারামপুর চৌরাস্তায় পথসভা করেন। এসব সভায় প্রধান অতিথি হিসেবে বত্তব্য রাখেন যমুনা গ্রুপের পরিচালক ও এলাকার কৃতী সন্তান এবিএম সামসুল হাসান হিরো। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, বিএনপি নেতা ইমান হোসেন, সুমন পাটোয়ারী, হান্নান পাটোয়ারী, এমরান হোসেন প্রমুখ। পরে বিশাল গণমিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়